টানা তিন দিন ধরে রোব্লক্সের গেইমিং প্ল্যাটফর্মে প্রবেশাধিকার পাচ্ছিলেন না কয়েক কোটি গেইমার। অবশেষে সেই জটিলতা সমাধানের ঘোষণা দিয়েছে রোব্লক্স, অনলাইনে ফিরেছে প্রতিষ্ঠানটির গেইমিং সেবা। রোব্লক্স নিজস্ব প্ল্যাটফর্মের সব সেবা অনলাইনে ফেরার ঘোষণা দিয়েছে রোববার।

প্রতিষ্ঠানটির বলেছে, “সব সেবা পুনরুদ্ধার করা হয়েছে এবং রোব্লক্সের সব অংশে ব্যবহারকারীদের এখন প্রবেশাধিকার পাওয়া উচিত।” গেইম-নির্মাণ প্ল্যাটফর্মটির আলাদা জনপ্রিয়তা আছে শিশুদের মধ্যে। বৃহস্পতিবার অফলাইনে চলে যায় প্ল্যাটফর্মটি।

তবে, রোব্লক্সের অভ্যন্তরীণ স্ট্যাটাস পোস্টের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, ওই দিনেই সেবা বন্ধ থাকার কারণ চিহ্নিত করে সমাধানে তৎপর হয়েছিল রোব্লক্স। পরের দিনগুলোতেও একই কথা বারবার বলেছে রোব্লক্স; মূল সমস্যা চিহ্নিত করা গেছে এবং সমাধানে কাজ চলছে বলে বারবার জানিয়েছে প্রতিষ্ঠানটি।