মোবাইল ইন্টারনেট ব্যবহারে নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন নিয়ম নিয়মে একজন গ্রাহকের প্যাকেজ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা পরের প্যাকেজের সঙ্গে যোগ হবে, যদি গ্রাহক ওই প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর একই পরিমাণের ডেটা প্যাকেজ কেনেন।
এ ক্ষেত্রে নতুন নিয়মটি হলো, ভিন্ন ভিন্ন মেয়াদ হলেও অব্যবহৃত ডেটা যোগ হবে। এত দিন একই মেয়াদের প্যাকেজ কিনলে অব্যবহৃত ডেটা যোগ হতো। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) নতুন এই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে চালু করেছে। মোস্তাফা জব্বার বলেন, ‘প্রত্যেক স্মার্টফোন ব্যবহারকারী ডেটা ব্যবহার করেন।
ভয়েস কল ভুলে যেতে হবে। মানুষ কথা বলবে, কিন্তু মোবাইল নেটওয়ার্ক দিয়ে নয়। শতভাগ ডেটানির্ভর হবে।’ তিনি বলেন, ‘যে অপারেটর এটা বুঝবে না, তিনি মার্কেট (বাজার) থেকে হারিয়ে যাবেন। সেবার মান না থাকলে মানুষ ভুলে যাবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।