মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোন ব্যবহারকারীর দিক থেকে অ্যান্ড্রয়েডকে ছাড়িয়ে গেছে অ্যাপলের আইফোন। বাজার বিশ্লেষক সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চে এ তথ্য উঠে এসেছে।
কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক উপাত্তে দেখা গিয়েছে, জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্রের বাজারে আইওএস-চালিত আইফোন ব্যবহারকারী ৫০ শতাংশ ছাড়িয়েছে। স্যামসাং ও লেনোভোর নেতৃত্বে ১৫০টি মোবাইল ব্র্যান্ডের ব্যবহূত গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বিতীয় স্থানে নেমে এসেছে।
আইফোন ১৩ ও সাশ্রয়ী আইফোন এসইর ওপর নির্ভর করে জুন প্রান্তিকে হিস্যা ৫০ শতাংশ ছাড়িয়েছে অ্যাপল। এতে স্পষ্ট হয়ে উঠেছে মার্কিন ব্যবহারকারীরা অন্য যেকোনো ব্র্যান্ডের চেয়ে আইফোন পছন্দ করে। ১৬ সেপ্টেম্বর আইফোন ১৪ উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। এতে বছরের দ্বিতীয়ার্ধেও যে অ্যাপলের জয়জয়কার থাকবে তা সহজেই বোঝা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।