চলতি বছরের শুরুতেই বেশ কিছু টেক প্রতিবেদনে ইঙ্গিত ছিলো, মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ২৭-ইঞ্চি আইম্যাকের বিকল্প তৈরির কাজ করছে। কিন্তু টেক ম্যাগাজিন ৯টু৫ ম্যাক-এর এক প্রতিবেদনে জানানো হয়, অদূর ভবিষ্যতে ২৪ ইঞ্চির চেয়ে বড় কোনো পর্দার ‘অল-ইন-ওয়ান’ আইম্যাক আনার কোনও পরিকল্পনা নেই অ্যাপলের।
কয়েকদিন আগেই ম্যাক স্টুডিও এবং ৫কে রেজুলিউশনের স্টুডিও ডিসপ্লে ঘোষণার সময় অ্যাপল বন্ধ করে দেয় ২৭-ইঞ্চি আইম্যাকের বিক্রি। খবর সত্য হলে এর মানে দাঁড়াচ্ছে, শীগগরিই এম১ প্রসেসরের কোনো ২৭-ইঞ্চি আইম্যাক মডেল দেখা যাবে না।
সম্প্রতি বন্ধ হওয়া আইম্যাক এখনও ইনটেল চিপনির্ভর। অ্যাপলের এম১ প্রো, ম্যাক্স বা আল্ট্রা চালিত বড় আইম্যাকের জন্যও কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে। প্রযুক্তি সাইট এনগ্যাজেট বলছে, বছরের শেষ নাগাদ এম২ চালিত ম্যাকবুকের ঘোষণা যখন আসবে আমরা সম্ভবত তখনও এর দেখা পাবো না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।