অ্যাপলকে ডিসেম্বরের নয় তারিখের মধ্যেই অ্যাপ স্টোরে লেনদেন বিষয়ে পরিবর্তন আনতে হবে। এটি পিছিয়ে দেওয়া প্রসঙ্গে ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট বিচারকের মন গলাতে পারেনি প্রতিষ্ঠানটি।
সেপ্টেম্বরেই অ্যাপলকে অ্যাপ স্টোরে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছিলেন আদালত। সে সময় এপিক বনাম অ্যাপলের মামলার রায়ে বিচারক ইয়োভেন গনজালেস রজার্স অনেকটা মার্কিন প্রযুক্তি জায়ান্টের পক্ষেই রায় দিয়েছিলেন।
শুধু নির্দেশ দিয়েছিলেন, অ্যাপলকে অবশ্যই ডিসেম্বরের নয় তারিখের মধ্যে অ্যাপ স্টোরে ডেভেলপারদের লেনদেন প্রক্রিয়া আনতে হবে। এর প্রতিক্রিয়ায় রায়ের প্রয়োগে এক বছরের স্থগিতাদেশ চেয়েছিল মার্কিন প্রযুক্তি জায়ান্ট।
এবার সে স্থগিতাদেশের আবেদনটিই খারিজ করে দিলেন বিচারক রজার্স। এ ছাড়াও এ বিষয়টি ‘মৌলিকভাবে ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়েছেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।