আইওএস ১৫.৪-এ আসছে নতুন ইমোজি। জানা গেছে, সম্প্রতি এর বেটা সংস্করণ চলছে। মূল সংস্করণটি উন্মুক্ত হলে সেখানে ৩৭টি নতুন ইমোজি থাকবে। এ তথ্য নিশ্চিত করেছে অ্যাপল বিষয়ক সংবাদমাধ্যম ম্যাক রিউমারস।
এদিকে ইমোজিপিডিয়াও অ্যাপলের উপস্থাপিত ইমোজিগুলো স্থাপন করেছে। যদিও প্ল্যাটফরম ভেদে ইমোজিগুলো দেখতে একটু ভিন্ন হতে পারে। তবে মূল ভাবের সঙ্গে মিল থাকবে।
ভার্জের পক্ষ থেকেই জে পিটার ইমোজিগুলোর প্রস্তাব দিয়েছে। ভার্জ জানায়, ইমোজিগুলো হলো- বাবল, ছবি তোলার হাত, স্যালুট দেওয়া ইত্যাদি।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।