আগামীকাল আইফোন ১৩ উন্মোচন করবে বাংলাদেশে অ্যাপলের অথোরাইজড ডিস্ট্রিবিউটর গ্যাজেট অ্যান্ড গিয়ার। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রযুক্তিখাতে দেশের সবচেয়ে বড় রিটেইলার প্রতিষ্ঠানটি আইফোন ১৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছে এবং ২৯ তারিখ থেকে প্রি-বুকিং দেয়া গ্রাহকদের ডেলিভারি শুরু করবে।
এ নিয়ে গ্যাজেট অ্যান্ড গিয়ার এর ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম শিমু জানান ‘আইফোন ১৩ এর প্রি-বুকিং বা ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা সাধারণের জন্য থাকবে আকর্ষণীয় কিছু অফার ও পুরস্কার। জিরপ পারসেন্ট ইন্টারেস্টে ২৪ মাসের ইএমআই সুবিধা থেকে শুরু করে ব্যাংক ভেদে রয়েছে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ১৬ হাজার পর্যন্ত রিওয়ার্ড পয়েন্ট অথবা জিএন্ডজি গিফট, এক্সচেঞ্জ বা ট্রেড-ইন সুবিধা এবং বিটিআরসি অনুমোদিত এক বছরের অফিসিয়াল ওয়্যারেন্টি!’।
এবারের আইফোন ১৩ এর লাইনআপে চারটি মডলে থাকছে। আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।