রাশিয়ার কিংবদন্তি দাবাড়ু গ্যারি কাসপারভ মনে করেন, কম্পিউটার বা রোবটজাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) নয়, মানুষই আসলে বেশি বিপজ্জনক।

এ সপ্তাহে লিসবনে ‘ওয়েব সামিটে’ দাবা খেলার ফাঁকে ফাঁকে আলাপচারিতায় এ কথা বলেছেন তিনি। ১৯৯০-এর দশকে আইবিএম কম্পানির ‘ডিপ ব্লু’ সুপার কম্পিউটারের সঙ্গে দাবা খেলে হেরেছিলেন কাসপারভ।

তখন থেকেই প্রযুক্তি নিয়ে মুগ্ধতা কাজ করে তার মধ্যে। তবে সেটা মুগ্ধতাই, আতঙ্ক পর্যন্ত গড়ায়নি। লিসবনে এ সপ্তাহে একসঙ্গে ১০ জনের সঙ্গে সাদা-কালোর লড়াইতে মেতেছিলেন রুশ তারকা।

কাসপারভীয় জাদুতে ৪৫ মিনিটের মধ্যে সবাই কুপোকাত। খেলার অবসরে বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা বলেন তিনি। আলাপের মূল বিষয় সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমেই বেড়ে চলার ভূমিকা।

পর্তুগালের রাজধানী লিসবনের ওয়েব সামিটের সপ্তাহটা টেক বিশেষজ্ঞরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ইতিবাচক ব্যবহারগুলোর ওপর জোর দিয়েছেন, যার মধ্যে আছে বুদ্ধিমান চ্যাটবট থেকে প্লাস্টিক বর্জ্য বাছাইয়ের কৌশল।