ইউক্রেন ও রাশিয়ার সাধারণ মানুষের জীবনকে প্রাধান্য দিতে দুই দেশের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রদর্শন সাময়িকভাবে স্থগিত রেখেছে টুইটার। প্রতিষ্ঠানটি বলছে, বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীদের সঠিক তথ্যের বিষয়ে বিভ্রান্ত করতে পারে।
গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে টুইটার বলেছে, ‘আমরা সাময়িকভাবে ইউক্রেন ও রাশিয়ার বিজ্ঞাপনগুলোকে স্থগিত করেছি, যাতে জনগণের নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যে বিজ্ঞাপন কোনো বিঘ্ন না ঘটায়।’
টুইটার আরও জানায়, ইউক্রেন সংক্রান্ত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত শনাক্ত করে অনলাইন থেকে সরাতেও কাজ করছে প্রতিষ্ঠানটি। নতুন এই বিবৃতিটি অনলাইনে ইংরেজি, রুশ ও ইউক্রেনীয় ভাষায় প্রকাশিত হয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকে শুরু করে আজ তৃতীয় দিন শনিবার রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।