ইমু (Imo) আইডি হ্যাকের মাধ্যমে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
অনলাইন প্রতারণাসহ বিভিন্ন আইডি হ্যাক করার মত ঘটনা ঘটছে অহরহ। অনলাইন এ্যাপ ইমু আইডি হ্যাক করে বিচিত্র উপায়ে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ফলে ভিকটিমাইজড হচ্ছে বহু লোকজন। সম্প্রতি সাইবার পুলিশ সেন্টার, সিআইডি তাদের ফেসবুক পেজে একজন ভিকটিমের কাছ থেকে এরকম একটি অভিযোগ পায়। ভিকটিম এর কাছ থেকে তার পরিচিত সিঙ্গাপুর প্রবাসী বড় ভাই ইমু এ্যাকাউন্টে ম্যাসেজ প্রদান করে “তার জরুরী প্রয়োজনে ৫৫ হাজার টাকা প্রয়োজন”। ভিকটিম ম্যাসেজ পেয়ে নির্ধারিত টাকা দেওয়ার পর পুনরায় তাকে টাকা পাঠাতে বলার পর ভিকটিমের সন্দেহ হয় এবং ফোন করে জানতে চায় টাকা কেন প্রয়োজন। তখন বুঝতে পারে উক্ত বড় ভাইয়ের ইমু আইডি হ্যাক হয়েছে।
এ অবস্থায় ভিকটিম সাইবার পুালশের পেজ “Cyber police center, CID, Bangladesh Police” এ তার অভিযোগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ইনবক্স করে জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান পূর্বক সাইবার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গাজীপুর ও নাটোর থেকে আলমগীর প্রামানিক, পিতা-মৃত চয়ন উদ্দিন প্রামনিক, সাং-মহারাজপুর, ডাক-বিলমারিয়া, থানা-লালপুর, জেলা-নাটোর এবং লাইলি বেগম, স্বামী- আলমগীর প্রামানিক, দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের কাছ থেকে প্রাপ্ত ডিভাইস থেকে তথ্য প্রমাণ পাওয়া যায়।
অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা প্রকৃয়াধীন।
অভিযুক্তদের কাছ থেকে প্রতারণার ৫০,০০০ টাকা, ০৪টি মোবাইল, ০৮ টি সিম ও ০২ টি চেকবই উদ্ধার করা করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।