এবার ইসরায়েলি স্পাইওয়্যার ‘পেগাসাস’ নিয়ে তদন্ত কমিটি গঠন করল ভারতের সুপ্রিম কোর্ট। দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইসরায়েলি স্পাইওয়্যারের মাধ্যমে আড়িপাতার অভিযোগ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে কমিটিকে।

অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনের নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন- গান্ধিনগর জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ডিন ড. নবিনকুমার চৌধুরী, কেরল অমৃত বিশ্ব বিদ্যাপীঠমের প্রফেসর ড. প্রবহারণ পি, বম্বে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ইনস্টিটিউ চেয়ার অ্যসোসিয়েট প্রফেসর ড. অশ্বিন অনিল গোমস্তে।

আদালত দেখতে চাইছে পেগাসাসে আদৌ ভারতের নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছিল কি-না? আট সপ্তাহের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।