করোনা মহামারির কারণে মানুষের চাকরির বাজার দখল করছে রোবট ও অটোমেশন। উত্তর আমেরিকার রোবোটিক্স মার্কেট সর্বকালের সবথেকে বেশি সংখ্যক রোবট বিক্রির রেকর্ড করেছে। ২০২১ সালে এখনও পর্যন্ত তাদের মোট অর্ডারের সংখ্যা প্রায় ২৯ হাজার ইউনিটে উন্নীত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে। এথ্রি নামে পরিচিত অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সিং অটোমেশন দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, এই অর্ডার এক বছর আগের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ বেশি।
করোনা মহামারী বৈশ্বিক অর্থনীতিকে বন্ধ করতে বাধ্য করার আগে, একই সময়ের জন্য আগের সর্বোচ্চ বিক্রয় ২০১৭ সালে রেকর্ড করা হয়েছিল। শুধুমাত্র তৃতীয় ত্রৈমাসিকে, উত্তর আমেরিকার কর্পোরেশনগুলি ৯৯২৮টি রোবট অর্ডার করেছে।
রয়টার্সের উদ্ধৃতি অনুসারে, শিল্প গ্রুপের সভাপতি জেফ বার্নস্টেইন বলেছেন, “ব্যবসায়ীরা তাদের প্রয়োজনীয় লোকদের খুঁজে পাচ্ছে না-এই কারণেই তারা অটোমেশনের (স্বয়ংক্রিয়তা) দিকে আগাচ্ছে।
উৎপাদন, লজিস্টিকস এবং উৎপাদনশীল এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ক্রমবর্ধমানভাবে রোবোটিক্স এবং অটোমেশনের দিকে ঝুঁকছে।”
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।