মাইক্রোসফটের ক্লাউড গেইমিং প্রযুক্তি ব্যবহার করে বড় বাজেটের গেইম নির্মাণ করতে চাইছে সেগা। এ লক্ষ্যে মার্কিন সফটওয়্যার জায়ান্টের সঙ্গে কৌশলগত জোট বেঁধেছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্টদের অনুমান, এটি হয়তো দুই প্রতিষ্ঠানের মধ্যে আরও গভীর কোনো সম্পর্কের ইঙ্গিত। সম্প্রতি শেয়ার বাজারবিষয়ক এক বিবৃতিতে টোকিও ভিত্তিক সেগা জানায়, মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড প্ল্যাটফর্মের বৈশ্বিক নাগালকে কাজে লাগিয়ে তারা গেইম নির্মাণের বিষয়টি খতিয়ে দেখছে।
এছাড়া বাড়তি আর কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। ফলে, শুধু ক্লাউড নির্ভর গেইম নির্মাণ নিয়েই চুক্তি হবে, নাকি মূলধন বিনিয়োগের বিষয় জড়িত আছে, তা জানা যায়নি।
অন্যদিকে, শেয়ার বাজারে সেগা শেয়ারের দর ছয় শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।