‘এভরিডে রোবট’ প্রকল্পের অধীনে দৈনন্দিন কাজ করতে সক্ষম রোবটের প্রোটোটাইপ নির্মাণ করছিল গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেডের ‘এক্স ল্যাবস’। কার্যক্ষমতা যাচাই করতে এবার গুগলের নিজস্ব ক্যাম্পাসেই কাজে লাগানো হচ্ছে ওই প্রোটোটাইপগুলো।
“আমরা এখন একশ’ প্রোটোটাইপ রোবটের একটি ঝাঁক পরিচালনা করছি যেগুলো নিজ উদ্যোগে আমাদের অফিসের বিভিন্ন কাজে অংশ নিচ্ছে।”– এক ব্লগ পোস্টে জানিয়েছেন ‘এভরিডে রোবট’-এর শীর্ষ কর্মকর্তা হানস পিটার ব্রন্ডো।
“যে রোবটগুলো আগে আবর্জনা পরিষ্কার করতো সেগুলো এখন ট্যাবলেট মুছে রাখতে পারবে; কাপ ধরতে যে গ্রিপার ব্যবহৃত হতো সেই গ্রিপার দিয়েই এখন দরজা খোলা শিখতে পারবে।”– যোগ করেন ব্রন্ডো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।