মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে বিশেষভাবে সক্ষম মানুষের জন্য টুলস নিয়ে এসেছে। অ্যান্ড্রয়েড ১২-এর চতুর্থ বেটা সংস্করণের অংশ হিসাবে অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি শ্যুটের বেটা সংস্করণে ফোনকে নতুনভাবে নিয়ন্ত্রণের সুযোগ আনা হয়েছে। খবর এনগ্যাজেট।

খবরে বলা হয়, ‘ক্যামেরা সুইচেস’ নামের নতুন অ্যাক্সেসিবিলিটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর মুখ দিয়েই ফোন নিয়ন্ত্রণ করা যাবে। ব্যবহারকারী হাসি দিলে কিংবা চোখের ভ্রু ওপরে উঠালে ফোনের নোটিফিকেশন প্যানেল অথবা কুইক সেটিংস ওপেন হবে। এ ছাড়া হাঁ করলে আগে বা পিছে স্ক্রল হবে।

এক্সডিএ ডেভেলপারসে বলা হয়েছে, নতুন এ আপডেটের মাধ্যমে মুখের ছয়টি অভিব্যক্তির মাধ্যমে ফোনে একডজনের অধিক কাজ করা যাবে। রয়েছে মুখের নড়াচড়ার আকার শনাক্তের সুবিধা, যার মাধ্যমে অহেতুক কোনো অ্যাকশন চালু রোধ করা যাবে। অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি শ্যুটের সুইচ অ্যাক্সেস ফিচারের ওপর ভিত্তি করে ক্যামের সুইচেস তৈরি করা হয়েছে। টাচস্ক্রিণ ব্যবহার ছাড়াই সুইচ অ্যাক্সেস ফিচারে ডিভাইসে বেশকিছু কাজ করা যায়।