কোভিড নিয়ে মিথ্যাচারের অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে এক ‘চীনা নেটওয়ার্ক’ মুছে দিয়েছে মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড।
বলা হচ্ছে, এক ভুয়া ‘সুইস জীববিজ্ঞানীর’ বরাত দিয়ে কোভিড মহামারী প্রসঙ্গে ভুল তথ্যের প্রচারণা চালানো হচ্ছিল সামাজিক মাধ্যমগুলোতে। ওই ভুয়া প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো মুছে দিয়েছে মেটা; আর মূল হোতা হিসেবে আঙুল উঠেছে চীনের দিকে। মেটা বলছে, কোভিড নিয়ে ভুয়া তথ্যের ওই প্রচারণা আদতে “ব্যর্থ হয়েছে”।
ওই প্রচারণার মূল লক্ষ্য ছিল ফেসবুক ও ইনস্টাগ্রামের ইরেজি ভাষার ব্যবহারকারী এবং তাইওয়ান, হংকং এবং তিব্বতের চীনা ভাষার ব্যবহারকারীরা।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ওই ভুয়া প্রচারণার উৎস ছিল চীন এবং দাবি করা হচ্ছিল, কোভিড-১৯ ভাইরাসের উৎস অনুসন্ধানের হস্তক্ষেপ করছে মার্কিন সরকার। এক্ষেত্রে তথ্যসূত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে উইলসন এডওয়ার্ডস নামের এক কথিত সুইস জীববিজ্ঞানীকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।