বর্তমান পরস্থিতিতে খরচ কমানোর কারণ দেখিয়ে বিশ্বের বড় বড় অনেক প্রতিষ্ঠানই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে। ফলে শুধু জানুয়ারিতেই মার্কিন নিয়োগকর্তারা এক লাখেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছেন, যা গত ডিসেম্বরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

অ্যাপল ছাড়া অন্য সব বড় প্রযুক্তি প্রতিষ্ঠান জানুয়ারিতে তাদের কর্মী ছাঁটাই করেছে। আমাজন ১৮০০০, গুগল ১২০০০ এবং মাইক্রোসফট ১০,০০০ কর্মী ছাঁটাই করেছে। তার আগের মাসের সেলসফোর্স ৭,০০০ আইবিএম ৩৯০০ এবং এসএপি ৩০০০ কর্মী ছাঁটাই এর ঘোষণা করেছিল। লে অফ ট্র্যাকিং সাইট ‘লে-অফস ডট এফওয়াইআই’র তথ্য অনুযায়ী, ২০২২ সালে এক হাজারেরও বেশি কোম্পানি ১,৫৪,৩৩৬ জন কর্মী ছাঁটাই করেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ২.৫ লাখের বেশি প্রযুক্তি কর্মী চাকরি হারিয়েছেন। চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস, ইনকরপোরেটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু চ্যালেঞ্জার এক বিবৃতিতে বলেছেন, ‘কোম্পানিগুলো অর্থনৈতিক মন্দার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা কর্মীসংখ্যা কমাচ্ছে। পাশাপাশি নিয়োগের গতিও কমিয়েছে।