প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রয়েছে উপকারী অনেক গুড বটস’ (good bots)। এই ‘গুড বটস’ হচ্ছে স্বয়ংক্রিয় বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট। টুইটারের থেকে জানানো হয়েছে, গুড বটস হলো ওইসব স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট, যা ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ অনেক তথ্য খুঁজে পেতে সাহায্য করে।
এসব তথ্যের মধ্যে রয়েছে করোনাভাইরাস সংক্রান্ত আপডেট, ট্রাফিক জ্যামের খবর, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার তথ্য, চাকরি ও ইন্টার্নশিপের প্রয়োজনীয় তথ্যও জানা যাবে এসব অটোম্যাটেড বা স্বয়ংক্রিয় প্রোফাইল থেকে।
প্রোফাইলের উপরে থাকে একটি রোবট হেড প্যানেল। এর ফলে ইউজাররা গুড বট অ্যাকাউন্ট এবং ‘মানুষ চালিত অ্যাকাউন্ট’- এর মধ্যে ফারাক খুঁজে পাবেন। এই ‘গুড বটস’ অ্যাকাউন্টগুলোর পেছনেও অবশ্য অনেক মানুষ কাজ করে চলেছেন যেন ইউজারদের সঠিক এবং গুরুত্বপূর্ণ তথ্য সময় মতো সরবরাহ করা যায়।
গুড বটস প্রোফাইল খোঁজার জন্য ইউজারদের প্রথমে যেকোনো টুইটার প্রোফাইলে গিয়ে খুঁজে দেখতে হবে যে সেখানে একটি রোবট হেড প্যানেল রয়েছে কিনা। এই ফিচার থাকলেই বোঝা যাবে যে ওই অ্যাকাউন্টটি গুড বট অ্যাকাউন্ট।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।