অ্যাপলের স্ব-চালিত গাড়ি নির্মাণ প্রকল্পকে এগিয়ে নিতে টেসলার সাবেক প্রকৌশলীকে নিয়োগ দিয়েছে অ্যাপল। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন বাণিজ্য সাময়িকী ব্লুমবার্গ।

ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, নিজস্ব স্ব-চালিত গাড়ি প্রকল্পের জন্য সাবেক টেসলা প্রকৌশলী ক্রিস্টোফার মুরকে নিয়োগ দিয়েছে কিউপার্টিনো, ক্যালিফোর্নিয়া ভিত্তিক অ্যাপল।

এদিকে অ্যাপল বা টেসলা, কোনো প্রতিষ্ঠানই এই প্রসঙ্গে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে অ্যাপলের গাড়ি প্রকল্প প্রধানের দায়িত্বে ছিলেন ডাগ ফিল্ড।

কয়েক সপ্তাহ আগে অ্যাপল ছেড়ে ফোর্ড মোটর কোম্পানিতে যোগ দেন তিনি।

নতুন প্রতিষ্ঠানে উন্নত প্রযুক্তি ও সন্নিবেশিত সিস্টেম প্রচেষ্টার নেতৃত্ব দেবেন ফিল্ড। রয়টার্সের প্রতিবেদন বলছে, ২০২৪ সাল নাগাদ যাত্রীবাহী গাড়ি তৈরির পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে অ্যাপল। ওই গাড়িতে দেখা মিলতে পারে অ্যাপলের নিজস্ব ব্যাটারি প্রযুক্তির।