জাপানের ইলেকট্রনিক ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবাকে ভেঙে তিনটি আলাদা কোম্পানি করা হচ্ছে। তিন কোম্পানি আলাদাভাবে অবকাঠামো, যন্ত্রাংশ ও সেমিকন্ডাক্টর মেমোরি উৎপাদন করবে। দুই বছরের মধ্যে পুঁজিবাজারেও তারা তালিকাভুক্ত হবে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

২০১৫ সালে লাভের হিসাবে জালিয়াতির ঘটনার পর কোম্পানিটির ভেতরে পরিবর্তন আনার চাপ দিচ্ছিলেন বিনিয়োগকারীরা। সেই সঙ্গে বিনিয়োগকারীদের চাপের মুখে তোশিবার বিভিন্ন ব্যবসার শেয়ার বাজারের মূল্যায়ন বাড়ানোর লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তোশিবার জ্বালানি ও অবকাঠামো বিভাগকে একটি কোম্পানিতে রাখা হবে। ডিভাইস ও স্টোরেজ ব্যবসা হবে আরেকটি কোম্পানির মেরুদণ্ড। তৃতীয় কোম্পানিটি ফ্ল্যাশ-মেমোরি চিপ কোম্পানি কিওক্সিয়া হোল্ডিংস ও অন্যান্য প্রতিষ্ঠানে থাকা তোশিবার ৪০ দশমিক ৬ শতাংশ অংশীদারত্ব পরিচালনা করবে। ২০২৩ সালের মধ্যে এ বিভক্তিকরণ সম্পন্ন হবে।