দেশে ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে প্রধান হুমকিগুলো চিহ্নিত করতে অংশীজনদের নিয়ে কর্মশালা করেছে বাংলাদেশ ইন্টারনেট স্বাধীনতা উদ্যোগ ওয়ার্কিং গ্রুপ। কর্মশালার আলোচনায় উঠে এসেছে ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে প্রধান হুমকির একটি ডিজিটাল নিরাপত্তা আইন।

এ ছাড়া ব্যক্তিগত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ডিজিটাল ডিভাইস ও প্ল্যাটফর্ম ব্যবহার বিষয়ে অসচেতনতাও ইন্টারনেট স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিবন্ধক। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় সরকারি কর্মকর্তা,

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, নাগরিক সংগঠনের প্রতিনিধি, কূটনীতিক, জাতিসংঘের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অধিকারকর্মীসহ ৩৫ জন অংশ নেন। মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল নাইনটিন এ কর্মশালা আয়োজনে সহযোগিতা করে।