তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে ৩০০টি স্কুল অব ফিউচার, শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠা করা হচ্ছে।

গতকাল বুধবার (২৩ মার্চ) প্রতিমন্ত্রী বুয়েট কাউন্সিল বিল্ডিংয়ে হুয়াওয়ে, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগিতায় আইসিটি একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের রোবটিকস, সাইবার সিকিউরিটি,

মাইক্রোপ্রসেসর ডিজাইনিং এবং আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বিষয়ে আগ্রহী করে তুলতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) অ্যাডভান্স কম্পিউটিং ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেয়ার গবেষণা ও নিজেদের উদ্ভাবনগুলো পরীক্ষণের সুযোগ করে দিতে বুয়েটের পর পাঁচটি বিশ্ববিদ্যালয়ে আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করা হবে। এগুলো হবে কুয়েট, চুয়েট ও রুয়েট, যশোর এবং ঢাকায়।

 

 

কলমকথা/ বিথী