পৃথিবীর পাশ দিয়ে প্রায় ৫০ হাজার বছর পর অতিক্রম করবে সি/২০২২ ই৩ (জেটটিএফ) নামের একটি ধূমকেতু। আগামী ১ ফেব্রুয়ারি পৃথিবী ও সূর্যকে অতিক্রম করবে এই বিরল ধূমকেতুটি।

সম্প্রতি স্পেস ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ জানুয়ারি সি/২০২২ ই৩ জেডটিএফ নামের ধূমকেতুটি সূর্যের কক্ষপথের সবচেয়ে নিকটবর্তী দূরত্ব বা পেরিহেলিয়নে পৌঁছাবে।

বিজ্ঞানীরা ধারণা করছেন, ১ ফেব্রুয়ারি ধূমকেতেুটিকে পৃথিবী থেকে খালি চোখেই দেখা সম্ভব হবে। এর আগে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক সংস্থা জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটি গত বছরের মার্চে প্রথমবার ধূমকেতুটিকে বৃহস্পতি গ্রহের পাশ দিয়ে যেতে দেখে।

২০২২ সালে প্রথমবার দেখা মেলায় এটির নামকরণ করা হয় সি/২০২২ ই৩ (জেটটিএফ)। জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস বিভার জানিয়েছেন, ধূমকেতুটি ময়লা, এমিট ও সবুজ রঙের আভা দিয়ে তৈরি।