অঙ্কের হিসাবে, প্রতি সেকেন্ডে ওই কৃষ্ণগহ্বরটি গিলে খাচ্ছে এক পৃথিবী সমান আলো! অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছেন, এটা একেবারেই অপ্রত্যাশিত।

সম্প্রতি অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ অস্ট্রেলিয়ার একটি প্রতিবেদন জানানো হয়েছে, আমাদের সৌরজগতের চেয়ে ৭ হাজার গুন বড় সেই কৃষ্ণগহ্বরটি।

গবেষক স্যামুয়েল লাই জানাচ্ছেন, আমাদের নিজেদের ছায়াপথের যে ব্ল্যাকহোল তার চেয়ে এটি অন্তত ৫০০ গুণ বৃহৎ। এর সীমানা দিয়ে বস্তুত কোনও কণা কিংবা আলো বেরিয়ে যেতে পারবে না। প্রায় ৯০০ কোটি বছরের পুরনো ব্ল্যাকহোলটির প্রকৃতি বিশ্লেষণ করে চমকে উঠছেন বিজ্ঞানীরা।

গবেষক দলের প্রধান ক্রিস্টোফার ওঙ্কেন জানিয়েছেন, আমরা ৫০ বছরের পুরনো কৃষ্ণগহ্বর নিয়ে কাজ করছিলাম। কিন্তু তার মাঝে এত পুরনো একটা ব্ল্যাকহোলের সন্ধান পেলাম আচমকাই। ৯ বিলিয়ন বছর ধরে এটা আড়ালেই রয়ে গিয়েছিল।

এই ব্ল্যাকহোল এত দ্রুত বেড়েছে, আমরা ভাবতেও পারিনি। বিশ্লেষকদের মতে, আসলে একটি নয়, জোড়া ছায়াপথের সংঘর্ষের পর তারা জুড়ে গিয়ে এত বিশালাকার ব্ল্যাকহোল তৈরি হয়েছে।