এই প্রথম মহাকাশে হাঁটলেন কোনো চীনা নারী নভোচারী। সেইসঙ্গে গড়লেন বিশ্ব রেকর্ড। তার নাম ওয়াং ওয়াপিং। গতকাল রবিবার ‌‘শেনঝৌ ১৩’ মহাকাশযান থেকে নেমে তিনি প্রথমবার অরবিটাল স্টেশনে হাঁটেন। তখন তার সঙ্গে এক সহকর্মীও ছিলেন। এর আগে কোনো নারী নভোচারী মহাকাশের চীনা অববিটাল স্টেশনে হাঁটেননি।

৪১ বছর বয়সী ওয়াং ওয়াপিংর সঙ্গে ছিলেন তার সহকর্মী ঝাই ঝিগাং (৫৫)। তার সহকর্মীই নেতৃত্ব দেন তাকে। মহাকাশে নেমে পৃথিবীতে সঙ্গে যোগাযোগ করেন তারা। জানান, দুজনেই সুস্থ ও নিরাপদ আছেন।

ওয়াপিং ও তার সহকর্মী মূলত মহাকাশযানের সঙ্গে পাঠানো একটি রোবোটের হাত ও পায়ের কার্যকারিতা পরীক্ষা ও সেটির মধ্যে সংযোগ স্থাপন করবেন। গত ১৬ অক্টোবর শেনঝৌ ১৩ মিশন শুরু করেন তারা। চীনের তিয়ানগং স্পেস স্টেশন থেকে তাদের গতিবিধি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে।