স্পেএক্সের নির্মিত যানে নভোচারীদের মহাকাশে পাঠানোর তৃতীয় মিশন পিছিয়ে দিয়েছে নাসা। বৈরি আবহাওয়ার ‘ক্রু-৩’ মিশরটি পেছানো হয়েছে তিন দিন।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, ৩১ অক্টোবর হ্যালোইনের দিনে যাত্রা শুরুর কথা ছিল ক্রু-৩ মিশনের। বৈরি আবহাওয়ার কারণে মিশনের দিনক্ষণ পাল্টে ৩ নভেম্বর স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে পুনঃনির্ধারণ করেছে নাসা।

মিশনের দিনক্ষণ ৩ নভেম্বর থেকে আরও পেছানোর সম্ভাবনা কম বলে জানিয়েছে এনগ্যাজেট। ওই দিন আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা ৮০ শতাংশ বলে জানিয়েছেন নাসার সংশ্লিষ্ট কর্মকর্তারা। ক্রু-৩ মিশনটি ইউটিউবে লাইভস্ট্রিম করার কথা রয়েছে নাসার। ২ নভেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে নাসার নিজস্ব চ্যানেলে শুরু হবে ওই স্ট্রিম।