নোটিফিকেশনের যন্ত্রণা থেকে মুক্তি মিলবে মার্কিন টেক জায়ান্ট গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, অ্যাপের নোটিফিকেশন পোস্ট করার আগেই ব্যবহারকারীর অনুমতি নিয়ে রাখবে অ্যান্ড্রয়েড-১৩। অপারেটিং সিস্টেমটির দ্বিতীয় ‘ডেভেলপার প্রিভিউ’ সংস্করণে যোগ হয়েছে এই নতুন ফিচার।

বৃহস্পতিবার (১৭ মার্চ) অ্যান্ড্রয়েড-১৩ এর দ্বিতীয় ‘ডেভেলপার প্রিভিউ’ উন্মুক্ত করেছে গুগল। ডেভেলপার প্রিভিউয়ের নতুন ফিচারটি নিয়ে এক ব্লগ পোস্টে গুগলের অ্যান্ড্রয়েড প্রকৌশল বিভাগের ভাইস-প্রেসিডেন্ট ডেভ বার্ক জানিয়েছেন, অ্যান্ড্রয়েড-১৩ অপারেটিং সিস্টেমে নোটিফিকেশন পুশ করার আগেই ব্যবহারকারীর কাছ থেকে নোটিফিকেশন দেয়ার অনুমতি নিয়ে রাখতে হবে অ্যাপগুলোকে।

আরেক মার্কিন টেক জায়ান্ট অ্যাপল নির্মিত অপারেটিং সিস্টেম আইওএস ডিভাইসে এই ফিচার চালু আছে বেশ কয়েক বছর ধরেই। এবার অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও ফিচারটি যোগ হওয়ায় অপ্রয়োজনীয় নোটিফিকেশনের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন ব্যবহারকারীরা।