উইন্ডোজের নতুন সংস্করণে আরও বেশি সংখ্যক ব্যবহারকারী টানতে চাইছে মাইক্রোসফট। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামীতে ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ ৭, ৮ ও ৮.১-এর মতো পুরনো অপারেটিং সিস্টেমের সঙ্গে আর সিঙ্ক হবে না ওয়ানড্রাইভ ডেস্কটপ অ্যাপ।
নিজস্ব সাপোর্ট পেইজে মাইক্রোসফট সম্প্রতি জানিয়েছে, ২০২২ সালের ১ মার্চ থেকে পুরনো উইন্ডোজের সঙ্গে আর সিঙ্ক করবে না ওয়ানড্রাইভ অ্যাপ। ১ জানুয়ারি থেকে আর নতুন কোনো আপডেট পাবে না সফটওয়্যারটি।
তবে, চাইলে ফাইল স্থানান্তরে ওয়েব ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। মাইক্রোসফটের বাণিজ্যিক সেবা গ্রাহকরা যে এক্ষেত্রে অনেক বাড়তি সুবিধা পাচ্ছেন, এমনটা নয়।
পুরনো উইন্ডোজের বাণিজ্যিক ব্যবহারকারীদের ওয়ানড্রাইভ সেবা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট যন্ত্রাংশ বিবেচনায় নিচ্ছে মাইক্রোসফট। উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১-এর বাণিজ্যিক ক্রেতারা ২০২৩ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ওয়ানড্রাইভ অ্যাপের সঙ্গে সিঙ্ক করার সুবিধা পাবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।