এবার ‘আর্মাগ্যাডন’ মুভির অনেকটা বাস্তব প্রয়োগ করতে যাচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। মুভিতে নায়ক ব্রুস উইলস পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুটিতে পাইলিং করে এর গভীরে পারমানবিক বোমা ফাটিয়ে এটিকে গুঁড়িয়ে দিয়েছিলেন।

সেটা বানানো কাহিনী হলেও এবার সত্যি সত্যিই পৃথিবীর দিকে ধেয়ে আসা এক গ্রহাণুর আঘাত থেকে রক্ষা পেতে নতুন মিশন শুরু করেছে নাসা। গ্রহাণুটিকে এর গতিপথ থেকে ধাক্কা মেরে সরিয়ে দেবার প্রযুক্তি পরীক্ষা করে দেখার জন্য নাসার ‘ডার্ট’ নামে একটি মহাকাশযান বুধবার (২৪ নভেম্বর) তার যাত্রা শুরু করেছে।

পরীক্ষাটা চালানো হবে ডাইমর্ফোস নামে একটি গ্রহাণুর ওপর। নাসার মহাকাশযানটি এর ওপর আঘাত হানবে এবং তারপর পরীক্ষা করে দেখা হবে- এর কক্ষপথ এবং গতিবেগে কোন পরিবর্তন হলো কিনা।

বলা হচ্ছে ১৬০ মিটার চওড়া কোন গ্রহাণু যদি বিস্ফোরিত হয় সেটা হবে একটি পারমাণবিক বোমার চাইতেও বহুগুণ শক্তিশালী। এতে জনবসতি আছে এমন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে এবং হাজার হাজার মানুষ মারা যাবে।

এটিই মানুষের প্রথম পরীক্ষা – যেখানে পৃথিবীকে রক্ষার উদ্দেশ্যে একটি গ্রহাণুর গতিপথ পরিবর্তনের চেষ্টা করা হবে।