ল্যাপটপ দেশের বাজার ছাড়িয়ে বিদেশেও রফতানি করছে দেশী ব্যান্ড প্রতিষ্ঠান ওয়ালটন। বর্তমানে ৫ থেকে ৭টি দেশে রফতানি করছে। নতুন বাজার খোঁজা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপে।প্রতিষ্ঠানটি ইউক্রেনেও ল্যাপটপ রফতানির অর্ডার পেয়েছে,
কিন্তু দেশটিতে যুদ্ধ শুরু হওয়ায় রফতানি প্রক্রিয়াটি থেমে গেছে বলে জানালেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী ভূঁইয়া। ল্যাপটপ, ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) পাশাপাশি খুচরা যন্ত্রাংশও তৈরি করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের প্রধানের দায়িত্বে থাকা লিয়াকত আলী ভূঁইয়া বলেন, মাসে একলাখ ল্যাপটপ তৈরির সক্ষমতা আছে আমাদের। বর্তমানে প্রতি মাসে গড়ে ৪০ হাজারের মতো ল্যাপটপ তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, আমরা ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের পরিকল্পনা করেছি। এতে অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণের কাজটি সহজ হবে। পাশাপাশি আমরা হয়তো আফ্রিকাতেও ল্যাপটপ রফতানি করবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।