নেটফ্লিক্সে গেইমিং সেবা যোগ হচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সারা বিশ্বের সাবস্ক্রাইবারদের জন্য নিজস্ব প্ল্যাটফর্মে মোবাইল গেইম যোগ করার ঘোষণা দিয়েছে শীর্ষ স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স।
শুরুতে কেবল অ্যান্ডয়েড ডিভাইস ব্যবহারকারীরাই পাবেন ওই গেইমগুলো ডাউনলোডের সুযোগ। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার থেকে অ্যান্ডয়েড স্মার্টফোন অ্যাপের জন্য নতুন আপডেট উন্মুক্ত করতে শুরু করেছে নেটফ্লিক্স।
অ্যাপগুলো ‘আপডেটেড’ হওয়ার পর গেইম ডাউনলোডের সুযোগ পাবেন ব্যবহারকারী। শুরুতে নিজস্ব প্ল্যাটফর্মে পাঁচটি অ্যান্ডয়েড গেইম যোগ করছে নেটফ্লিক্স।
নতুন গেইমিং সেবার দুটি বৈশিষ্টের উপর জোর দিচ্ছে নেটফ্লিক্স। প্রথমত, গেইমগুলোর মধ্যে বিজ্ঞাপন দেখতে হবে না গেইমারকে; দ্বিতীয়ত, ‘ইন-গেইম পারচেজ’ বা গেইমে অভ্যন্তরীণ লেনদেনের কোনো সুযোগ রাখেনি নেটফ্লিক্স কর্তৃপক্ষ। যদিও মোবাইল প্ল্যাটফর্মের প্রায় সব গেইমের ক্ষেত্রে এই দুটি বৈশিষ্টের উপস্থিতি অনিবার্য।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।