ফিলিস্তিনের চেহারা চিহ্নিত করতে ইসরায়েলের ফেইশল রিকগনিশন প্রযুক্তির ব্যবহার উঠে এসেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে। ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক সদস্যদের বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, ডেটাবেইজটি কার্যত “ফিলিস্তিনিদের ফেইসবুক”।
ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক সদস্যরা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, ‘ব্লু উলফ’ নামের একটি স্মার্টফোন প্রযুক্তির ব্যবহার চলছে দুই বছর ধরে।
‘ব্লু উলফ’ ফিলিস্তিনের নাগরিকদের ছবি তুলে জমা করে একটি ডেটাবেইজে। ফিলিস্তিনের কোনো নাগরিকের ছবি তোলার পর সেটি ডেটাবেইজের সঙ্গে মিলিয়ে দেখে ব্লু উলফ।
এরপর সৈনিকদের স্মার্টফোনে বিশেষ রঙ দেখিয়ে বুঝিয়ে দেয় যে ওই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করতে হবে কি না। ওয়াশিংটন পোস্ট বলছে, দুই বছরে পশ্চিম তীরের কয়েক হাজার ফিলিস্তিনির ছবি জমা হয়েছে ওই ডেটাবেইজে। সৈনিকদের মধ্যে সবচেয়ে বেশি ছবি তোলার একাধিক “প্রতিযোগিতা” আয়োজন করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।