আবার পিছিয়েছে স্পেসএক্সের ক্রু-৩ মিশন। চার নভোচারীকে ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)’-এ পৌঁছে দেওয়ার কথা রয়েছে স্পেসএক্সের। ক্রু-২ মিশনের নভোচারীদের আগে ফিরিয়ে আনতে রকেট উৎক্ষেপণের দিনক্ষণ পিছিয়েছে নাসা।

প্রথমে উৎক্ষেপনের তারিখে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৩ নভেম্বর। মূল কারণ ছিল বৈরী আবহাওয়া। এরপর এক নভোচারীর “সামান্য শারীরিক সমস্যা”র কারণে উৎক্ষেপণের তারিখ পিছিয়ে নিয়ে যাওয়া হয় ৬ নভেম্বর।

এবার ক্রু-২ মিশনের নভোচারীদের আগে ফিরিয়ে আনতে পেছানো হয়েছে ক্রু-৩ মিশন। নতুন সময় নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর, বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা।

নির্ধারিত নতুন সময়ে আবহাওয়া ভালো থাকবে এবং নভোচারীরাও সুস্থ্য থাকবেন বলে আশা করা হচ্ছে। স্পেসএক্স জানিয়েছে, নতুন তারিখে আবহাওয়া অনুকূলে থাকার সম্ভাবনা ৮০ শতাংশ।