ক্রমাগত খারাপ হওয়ায় বৈশ্বিক অর্থনীতির সাথে টেক্কা দিতে অ্যামাজন ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। আর কবে থেকে এ ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে, এবার সেটিও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে জানা যায়, অর্থনৈতিক মন্দার শঙ্কায় ব্যয় কমাতে প্রতিষ্ঠানের ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে আমাজন।

আগামী ১৮ জানুয়ারি থেকে বিষয়টি সংশ্লিষ্ট কর্মীদের জানানো শুরু হবে বলে জানিয়েছেন আমাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি। বিশ্বজুড়ে সংস্থাটির প্রায় তিন লাখ শক্তিশালী করপোরেট কর্মী রয়েছে।

সেখান থেকে প্রায় ৬ শতাংশ কর্মী ছাঁটাইয়ের মুখে পড়তে যাচ্ছেন। যা আমাজনের মোট ১৫ লাখ কর্মীর প্রায় ১.৩ শতাংশ। এর মধ্যে রয়েছেন সারা বিশ্বের ডিস্ট্রিবিউশন সেন্টারের কর্মীরা এবং চুক্তিভিত্তিক কর্মীরাও।