আজ শনিবার, ২৬ মার্চ, ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির এই গৌরবের দিনে বাংলাদেশকে শুভেচ্ছা জানাতে ভোলেনি গুগল। বরাবরই বিভিন্ন বিশেষ দিবসে ডুডল প্রকাশ করে এই টেক জায়ান্ট। এবার বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপনের এ ক্ষণে এর ব্যক্তিক্রম হয়নি।
এদিন বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। প্রকাশিত ডুডলে দেখা যাচ্ছে, বাংলাদেশের লাল-সবুজের পতাকা মাথা উঁচু করে উড়ছে। সেই সঙ্গে লোগোতে থাকা ইংরেজিতে গুগলের ফন্টটাও কিছুটা বদলে দেয়া হয়। মোটকথা, বিশ্ব এখন জানে একাত্তরে কী ঘটেছিল।
সবাই জানে, বাঙালির আত্মত্যাগের কথা, সাহসিকতার কথা। কী করে একাত্তরের এদিন থেকে বীর মুক্তিযোদ্ধারা প্রতিরোধের জন্য উন্মুখ হয়ে উঠেছিলেন সশস্ত্র পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে। আর এমন এক বীরত্বগাথার কথা বিশ্ববাসীকে আবার মনে করিয়ে দিতে মোটেও দেরি করেনি গুগল।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।