বর্তমান সময়ে প্রজেক্টর একটি গুরুত্বপূর্ণ ডিভাইস হয়ে দাঁড়িয়েছে। প্রজেক্টর ছাড়া মিটিং বা সেমিনারে প্রেজেন্টেশনের কথা ভাবাই যায় না। এ সকল দিক বিবেচনা করে এবার কফি মগের সাইজে পোর্টেবল প্রজেক্টর বাজারে নিয়ে এলো স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। মাত্র ৭০৮ গ্রাম ওজনের এই প্রজেক্টরটিতে ওপরের অংশে থাকছে দু’টি ভলিউম কন্ট্রোল বাটন, পাওয়ার বাটন, এবং ফরওয়ার্ড-ব্যাক ওয়ার্ড বাটন, আর পোর্ট হিসাবে থাকছে ইউএসবি সি পোর্ট।

আরও একটি চমৎকার ব্যাপার হল, স্মার্টফোন ব্যাবহার ছাড়াই, কার্ড রিডার বা পেন্ড্রাইভ ব্যবহার এর মাধ্যমে মুভি, ইমেজ বা যেকোনো কন্টেন্ট দেখতে পারবেন। এদিকে, বিল্ট ইন ব্যাটারির কারনে এতে ৩ ঘণ্টা ব্যাকাপ থাকছে। এতে আরও থাকছে ৫ ওয়াট বিল্ট ইন স্পিকার, যার ফলে এটিকে ব্লুটুথ স্পিকার হিসাবেও অনায়াসে ব্যাবহার করতে পারবেন।

এটি ১৬.৭ মিলিয়ন ডিসপ্লে কালার সাপোর্ট করে। এতে qualcom snapdragon 710 processor এবং 1G LPDD3 RAM রয়েছে। এছাড়া বক্সে থাকছে একটি প্রজেক্টর, কুইক স্টার্ট গাইড এবং ওয়ারেন্টি কার্ড, পাওয়ার অ্যাডাপ্টার- (এর সঙ্গে আছে প্লাগ সেট), রিমোট, পাউচ, টাইপ সি কেবল, এবং টাইপ সি টু এইচডি এম আই কনভার্টার। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রজেক্টরটির মূল্য ৪২ হাজার টাকা।

 

কলমকথা/বি সুলতানা