স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর নিয়ে দেশের বাজারে এলো রিয়েলমি ৯ আই স্মার্টফোন। ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) এক ভার্চ্যুয়াল উন্মোচন অনুষ্ঠানে ব্র্যান্ডটির অত্যাধুনিক স্মার্টফোন রিয়েলমি ৯ আই উন্মোচন করেছে। রিয়েলমি ৯ আই স্মার্টফোনের দু’টি সংস্করণ রয়েছে। এটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি সুবিধা থাকায় এ ফোনটি দিয়ে ৪৮.৪ ঘণ্টা ফোনে কথা বলা যাবে।

ফোনটি ৮.৪ মিমি পুরুত্ব এবং ১৯০ গ্রাম ওজনের এ ফোনটি পাতলা এবং হালকা৷ ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল নাইটস্কেপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

যা দিয়ে অতি-স্বচ্ছ ছবি তোলা যাবে। একটি ডিভাইসে রয়েছে ৬ জিবি র‌্যাম (যা ১১ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) ও ১২৮ জিবি রম। এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯,৪৯০ টাকা। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের অন্য ডিভাইসটি ১৭,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

 

কলমকথা/সাথী