বিশ্বব্যাপী যে হাতে গোনা কয়েকটি স্মার্টফোন কম্পানি ভাজযোগ্য বা ফোল্ডেবেল ফোন বাজারে এনেছে তাদের তালিকায় সর্বশেষ সংযোজন অপো। অপোর সক্ষমতার পরিচায়ক এই ফোনটি বাংলাদেশের বাজারে আসতে পারে। সম্পতি অপো ‘ও ফ্যান’ ফেস্টিভ্যালে কম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড্যামন ইয়াং-এর হাতে ফোনটি দেখা গেছে।

জানা গেছে, ফাইন্ড এন ফোনটি বাংলাদেশে কবে আসতে পারে এ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। ফাইন্ড এন মোবাইলটিতে থাকছে ৭.১ ইঞ্চি ও ৫.৪৯ ইঞ্চি বিশিষ্ট ডুয়েল ডিসপ্লে। ফোল্ডেবল এলটিপি ও অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজ্যুলেশন দেওয়া হয়েছে আনফোল্ডেড ১৭৯২*১৯২০ পিক্সেল এর পি পি আই ডেনসিটি হবে ৩৭০ ও অপরটি হবে ৯৮৮*১৯৭২ পিক্সেল।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপের প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ১৩ মেগাপিক্সেলের টেলিফটো এবং অপরটি হবে ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। এছাড়াও সঙ্গে দেওয়া হয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনটির চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

ফোনটির সঙ্গে থাকছে ৮/১২ জিবি র‍্যাম এবং ২৫৬/৫১২ জিবি ফোন স্টোরেজ। ফাইভজি বিশিষ্ট মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। এছাড়া ফাস্ট চার্জিংয়ের জন্য দেওয়া হয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ, ১৫ ওয়াটের ওয়্যারলেস ও ১০ ওয়াটের রিভার্স চার্জ সিস্টেম।