সম্প্রতি বিশ্বের এক নম্বার সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট করপোরেশনের অজানা এক তথ্য ফাঁস হয়েছে। তারদের প্রথম অপারেটিং সিস্টেমটিই নাকি তারা তৈরি করেনি।

জানা গেছে, শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন পারসোনাল কম্পিউটার চালানোর জন্য প্রথম অপারেটিং সিস্টেম এমএস ডস (ডিস্ক অপারেটিং সিস্টেম) বাজারে আনে। কিন্তু মাইক্রোসফট ডস তৈরিই করেনি।

সেই সময়ে যুক্তরাষ্ট্রের সিয়াটল কম্পিউটার প্রোডাক্টসের তৈরি ৮৬-ডস প্রোগ্রামের লাইসেন্স কিনে নিয়েছিল মাইক্রোসফট। তারা এটি নিয়ে কাজ করে এবং নতুন নামকরণ করে। এছাড়া মাইক্রোসফট নিয়মিতই আইনি লড়াইয়ে জড়িয়ে যায়।

একচেটিয়া বাজার দখল, বেআইনিভাবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে বাজারে বাড়তে না দেয়া, বেশির ভাগ মামলার বিষয় এসবই।