চোর-ভীতি থেকেই এবার নিস্তার দেওয়ার ‘ওষুধ’ বের করে ফেলেছেন ব্রায়ান স্লোয়ান নামে এক ব্যক্তি। তিনি এমন একটি ‘সেক্স টয়’ বানিয়েছেন যার ভিতরে মূল্যবান জিনিসপত্র রাখা যাবে।
ব্রায়ান প্রকৃতপক্ষে আইন নিয়ে পড়াশোনা করেছেন। ২০০৫ সালে স্নাতক হন তিনি। কিন্তু পরবর্তীকালে আইন নিয়ে এগনোর বদলে তিনি নিজের ব্যবসা শুরু করেন। তাঁর সংস্থা ‘সেক্স টয়’ বানায়।
বছরে অন্তত ৬০ লক্ষ ডলার উপার্জন তাঁর সংস্থার। একটি ‘সেক্স টয়’ বানাতে গিয়ে চোর থেকে মূল্যবান জিনিস রক্ষা করার অভিনব উপায় আসে তাঁর মাথায়। ‘অটোব্লো ডেকয় সেফ’ নামে বেশ বড় আকারের ‘সেক্স টয়’ বানিয়েছেন তিনি।
এই বস্তুটির ভিতর সব রকমের মূল্যবান জিনিস রেখে দরজা বন্ধ করে দেওয়া যায়। দরজা স্বচ্ছ হওয়ায় ভিতরে কী কী রয়েছে তা সবই দেখতে পাবে চোর। কিন্তু কারও ব্যবহৃত ‘সেক্স টয়’-এ হাত দিতে কে-ই বা চায়। তাঁর মতে, চোরও চাইবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।