সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্ববিখ্যাত পদার্থ কণা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘দি ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্স (সার্ন) ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। এছাড়া আক্রমণে সহায়তার জন্য বেলারুশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছে বিজ্ঞান জগতের আইকন এই ল্যাব।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরিপ্রেক্ষিতে রাশিয়ান গবেষণা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করতে চলেছে সার্ন। ২৩ টি সদস্য রাষ্ট্রের সাথে জেনেভাভিত্তিক ল্যাবের গভর্নিং বডি কাউন্সিল বলেছে যে, তাদের বিজ্ঞানীরা রাশিয়া এবং প্রতিবেশী বেলারুশের সমস্ত বৈজ্ঞানিক কমিটিতে অংশগ্রহণ স্থগিত করবে। বেলারুশ রাশিয়ান মিত্রদের মধ্যে অন্যতম যারা ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেন আক্রমণে রাশিয়াকে সমর্থন দিয়ে চলেছে। জেনেভার অদূরে ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্তে মাটির ১৬৫ থেকে ৫৭৫ ফুট নীচে ভূগর্ভস্থ সদর দফতর সার্ন-এর।

সেখানেই ২৭ কিলোমিটার পরিধি নিয়ে রয়েছে বিশ্বের বৃহত্তম বৃত্তাকার কণা বিধ্বংসী যন্ত্র ‘লার্জ হ্যাড্রন কোলাইডার’। এই যন্ত্রেই প্রথম ঈশ্বরকণা বা গড পার্টিকলস আবিষ্কার হয়েছিল ১০ বছর আগে। এই যন্ত্রটি সুপারকন্ডাক্টিং চুম্বকের রিংয়ের মধ্য দিয়ে কণাগুলোকে চালিত করে, যা ডার্ক ম্যাটার বা পদার্থবিদ্যার রহস্যগুলোকে ব্যাখ্যা করতে সাহায্য করে।

 

 

কলমকথা/ বিথী