চলতি বছরের সবচেয়ে জনপ্রিয় ইমোজি হিসেবে শীর্ষস্থান দখল করে ‘টিয়ার্স অফ জয়’ বা ‘আনন্দের অশ্রু’ ইমোজি। ইউনিকোড কনসোর্টিয়ামের নতুন এক প্রতিবেদন বলছে, ‘আনন্দের অশ্রু’ ইমোজি ২০২১ সালে ব্যবহৃত হয়েছে সবচেয়ে বেশি। সর্বমোট ইমোজি ব্যবহারের মধ্যে এই ইমোজির ব্যবহার শতকরা পাঁচ ভাগের বেশি ছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
ইউনিকোড একটি অলাভজনক প্রতিষ্ঠান যার কাজ বিশ্বের বিভিন্ন ভাষা ডিজিটাইজ করার বিষয়টিতে বৈশ্বিক মান নির্ধারণ করা। হার্ট ইমোজি দ্বিতীয় স্থান নিয়ে বছর শেষ করেছে, আর ‘হাসির কারণে মেঝেতে গড়াগড়ি’ খাওয়ার ইমোজি উঠে এসেছে তৃতীয় স্থানে।
এ বছরের ফলাফল মহামারী শুরুর আগে ২০১৯ সালে ইউনিকোড কনসোর্টিয়ামের করা গবেষণার ফলাফলের মতোই এসেছে। আনন্দের অশ্রু এবং হার্টও সে বছর শীর্ষ দুই অবস্থানে ছিল। শীর্ষ ১০টি ইমোজির বেলায় অবস্থান বদল হলেও ওই তালিকার নয়টিই এ তালিকায় এসেছে। আর সবচেয়ে কম ব্যবহৃত হয়েছে পতাকার ইমোজি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।