আগামীকাল রবিবার (৩১ অক্টোবর) মহাকাশে ফের মানুষ পাঠাতে যাচ্ছে স্পেসএক্স। এই অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) চার জন নভোচারী ছয় মাস অবস্থান করবেন।
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে ৩১ অক্টোবর নিউইয়র্কের সময় রাত ২ টা ২১ মিনিটে নাসার জন এফ কেনেডি স্পেস সেন্টার থেকে ছেড়ে যাবে মহাকাশযান ক্রু-ড্রাগন। স্পেসএক্সের ফেলকন ৯ রকেট এই মহাকাশযানটিকে নিয়ে যাবে।
এই মিশনে আছেন নাসার নভোচারী থমাস মার্শবান, রাজা চারি, কায়লা ব্যারন এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির নভোচারী ম্যাথিস মুরার। মিশনটির নাম দেয়া হয়েছে ক্রু-৩। রাজা চারি, কায়লা ব্যারন এবং ম্যাথিস মুরারের এটাই প্রথম মহাকাশ অভিযান।
এই টিমের দলনেতা থমাস মার্শবানের এটা তৃতীয় মহাকাশ অভিযান। প্রতিবারই তিনি ভিন্ন ভিন্ন মহাকাশযানে করে বিভিন্ন অভিযানে গিয়েছেন। ইউটিউব এবং নাসার অফিসিয়াল ওয়েবসাইটে এই মহাকাশ অভিযানটি সরাসরি দেখা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।