এক হাজার কোটি ডলারেরও বেশি মূল্যে বিক্রি হয়ে যেতে পারে সাইবার সুরক্ষা প্রতিষ্ঠান ম্যাকাফি কর্পোরেশন। মার্কিন প্রাইভৈট ইক্যুইটি প্রতিষ্ঠান অ্যাডভেন্ট ইন্টারন্যাশনালের হাতে যেতে পারে মালিকানা।
খবর সত্যি হলে, চুক্তির শেষ পর্যায়ে রয়েছে প্রতিষ্ঠান দুটি। রয়টার্সের প্রতিবেদন বলছে, এ ব্যাপারে ঘোষণা আসছে সোমবারেই। তবে, আলোচনা এ পর্যায়েও বাতিল হয়ে যেতে পারে।
এ ব্যাপারে মন্তব্যের অনুরোধে ম্যাকাফি ও অ্যাডভেন্টের সাড়া মেলেনি। ম্যাকাফির এ মালিকানা হাতবদল সম্পর্কিত খবর এমন একটি সময় এলো যখন গোটা বিশ্বে মহামারীর কারণে দূর থেকে কাজকে নতুন স্বাভাবিক হিসেবে ধরা হচ্ছে এবং এ সুযোগকে কাজে লাগিয়ে বহু গুণে বেড়ে গেছে সাইবার আক্রমণের ঘটনা।
ফলে অ্যান্টিভাইরাস ও ডিজিটাল সুরক্ষা সফটওয়্যার নিয়ে চাহিদা তৈরি হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।