সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন মালিক ও সিইও ইলন মাস্ক জানিয়েছেন, তার সংস্থা শিগগিরই ১৫০ কোটি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানোর কাজ শুরু করবে। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে আনাদোলু।

শুক্রবার (৯ ডিসেম্বর) ইলন মাস্ক তার টুইটে লেখেন, এমন অনেক অ্যাকাউন্ট রয়েছে যেখানে কোনো টুইট করা হয়নি, এমনকি বছরের পর বছর ধরে লগ ইনও করা হয়নি।

এমন ১৫০ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলতে যাচ্ছে টুইটার। শিগগিরই এই কাজ শুরু হচ্ছে। গত নভেম্বরেই মাস্ক জানিয়েছিলেন, গত ১৫ বছরে সক্রিয় নয় এমন অ্যাকাউন্টগুলো তিনি মুছে ফেলবেন।

৯ নভেম্বরের এক টুইটে তিনি লেখেন, দয়া করে মনে রাখবেন, আগামী মাসগুলোতে টুইটার উল্লেখযোগ্য বেশ কিছু কাজ করবে।

এর মধ্যে অন্যতম হচ্ছে, যেসব অ্যাকাউন্ট সক্রিয়, সেগুলো আমরা রাখব, আর যে সব অ্যাকাউন্টে বছরে পর বছর কোনো কার্যক্রম নেই তা আমরা মুছে ফেলব বা ডিলিট করে দেব। গত ৩০ নভেম্বর তিনি ঘোষণা দেন, টুইটার এরই মধ্যে স্প্যাম অ্যাকাউন্টগুলো সরানো শুরু করেছে।