মধ্য আমেরিকার দেশ ‘এল সালভাদর’ সরকার আরো বিটকয়েন (বিটিসি) কেনার মাধ্যমে তাদের এই সংগ্রহ অব্যাহত রেখেছে। রাষ্ট্রপতি নাইব বুকেল মঙ্গলবার (২১ ডিসেম্বর) টুইটারে ২১টি নতুন বিটকয়েন কেনার ঘোষণা দেন। রাষ্ট্রপতি টুইটারে আরও উল্লেখ করেন ২১:২১:২১ এ তিনি এই ক্রিপ্টোকারেন্সি ক্রয় করলেন এবং দেশটির ভুমির আয়তনও ২১ হাজার বর্গমাইল।

এল সালভাদরের বিটকয়েনে এবারের বিনিয়োগ ‘২১ শতকের ২১ বছরের শেষ ২১তম দিন’ মাথায় রেখে ২১টি বিটকয়েন। যার বিনিময়মূল্য কম-বেশি ১.০৩৬ মিলিয়ন ডলার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় এল সালভাদরের রাষ্ট্রপতি “বিটকয়েনের শহর” বানাতে চান যেখানের বাসিন্দাদের কোনো ট্যাক্স প্রদান করতে হবে না।