দূর মহাকাশে নক্ষত্রের ছবি তুলতে ক্যামেরার ২৪টি লেন্স এক করে ‘ড্রাগনফ্লাই টেলিফটো অ্যারে’ তৈরি করেছেন একদল গবেষক। লেন্সগুলো জাপানি প্রতিষ্ঠান ক্যাননের ‘ইএফ ৪০০ এমএম এফ/২.৮’ সিরিজের। ড্রাগনফ্লাই টেলিফটো অ্যারে মূলত টেলিস্কোপ, যাতে ক্যাননের ৪০০ মিলিমিটার লেন্সগুলো যুক্ত করা হয়।

যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি ও কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর গবেষক দলটি সে টেলিস্কোপের প্রথম নকশা করে ২০১৩ সালে, যা ‘প্রজেক্ট ড্রাগনফ্লাই’ নামেও পরিচিত ছিল। প্রচলিত ধরনের সবচেয়ে বড় টেলিস্কোপেও যে ছায়াপথগুলো শনাক্ত করা সম্ভব হতো না, সেগুলো ড্রাগনফ্লাই টেলিফটো অ্যারেতে ধরা দিচ্ছে।

এর কাজ মূলত অনুজ্জ্বল ছায়াপথগুলো নিয়ে গবেষণায় সাহায্য করে কৃষ্ণবস্তু বা ডার্ক ম্যাটারের প্রকৃতি বিশ্লেষণ করা। তা ছাড়া ডিস্ট্রিবিউটেড বা অনেকগুলো টেলিস্কোপের ছবি সমন্বয়ের ধারণাকে কাজে লাগাতেও চায় ওই গবেষক দল। এই গবেষকদের কারিগরি সহায়তা দিচ্ছে ক্যানন।