মানুষ যেখান দিন-রাত পরিশ্রম করে সামন্য অর্থ পেতে পারে না। অথচ সেখানে শুয়ে থাকলেই পাওয়া যাবে বিপুল পরিমান অর্থ! তাও আবার এক-দুই হাজার নয়, ১৩ লাখ টাকা!
আশ্চর্য হলেও ঘটনাটি সত্য যে মাত্র ৬০ দিন শুয়ে থাকলেই পাওয়া যাবে ১৩ লাখ টাকা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা এমনই এক লোভনীয় চাকরির অফার দিয়েছে।
বিষয়টি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এই কাজের জন্য স্বেচ্ছাসেবকরা পাবেন ১৬ হাজার ৫০০ ইউরো; অর্থাৎ প্রায় ১৩ লাখ টাকা। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, এই গবেষণার জন্য নেয়া হবে বিভিন্ন বয়সের ১২ জন পুরুষ ও ১২ জন মহিলা। সারা পৃথিবী থেকেই নেয়া হবে স্বেচ্ছাসেবক।
এই পরীক্ষা ৬০ দিন হলেও সব মিলিয়ে থাকতে হবে প্রায় ৮৯ দিন। প্রথম ৩০ দিন ধরে বিভিন্ন মেডিক্যাল টেস্টের মধ্য দিয়ে যেতে হবে স্বেচ্ছাসেবকদের।
আর যারা স্বেচ্ছাশ্রম দেবেন, তাদেরকে বিশেষভাবে বানানো একটি বিছানায় শুয়ে থাকতে হবে। এই বিছানায় মাধ্যাকর্ষণের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। মাধ্যাকর্ষণ না থাকলে শরীরের ওপর কোনো খারাপ প্রভাব পড়লে তা কীভাবে কাটিয়ে ওঠা সম্ভব, সেই পরীক্ষাও করবে নাসা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।