জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির উদ্বেগ উল্লেখ করে আরও এক ডজন চীনা কোম্পানিকে কালো তালিকায় যুক্ত করেছে মার্কিন সরকার।

ওয়াশিংটন বলছে, বেশ কয়েকটি সংস্থা চীনের সামরিক বাহিনীর কোয়ান্টাম কম্পিউটিং প্রোগ্রামের বিকাশে সহায়তা করছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সম্প্রতি তাইওয়ানসহ বেশ কিছু ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা বাড়ছে। আর এর মধ্যে নতুন এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র সরকার। এই মাসের শুরুতে দুই দেশের নেতাদের মধ্যে একটি ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেখানে মূল আলোচনা হয় দুই দেশের বাণিজ্য নিয়ে। চীনের সেনাবাহিনীর কোয়ান্টাম কম্পিউটিং ও সামরিক অ্যাপ্লিকেশনে মার্কিন মূল আইটেম নেওয়ার প্রচেষ্টায় সহায়তা করার জন্য এর আগে আট প্রযুক্তি কোম্পানিকে কালো তালিকায় ঢুকিয়েছিল যুক্তরাষ্ট্র।

সাবেক ট্রাম্প প্রশাসনের সময় থেকে জাতীয় নিরাপত্তার কারণে এই তালিকা তৈরি হয়। সেই থেকে এতে যুক্ত হচ্ছে একের পর এক চীনা প্রযুক্তি কোম্পানি।