দক্ষিণ এশিয়ার দেশ ভারতে ৫৯ শতাংশ নারীর হাতে নেই স্মার্টফোন। বেশিরভাগ ভারতীয় নারী স্বামী-সন্তানের মোবাইলের উপরে নির্ভর করেন। অক্সফাম ইন্ডিয়ার ডিজিটাল ডিভাইস রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের ৬১ শতাংশ পুরুষের হাতে স্মার্টফোন রয়েছে। যেখানে মাত্র ৩১ শতাংশ নারীর হাতে রয়েছে স্মার্টফোন। প্রতি তিনজনের মাত্র একজন নারীর হাতে রয়েছে স্মার্টফোন। ভারতে পুরুষদের তুলনায় নারীর ফোন ব্যবহারের হার প্রায় ৩৩ শতাংশ কম। এতে আরও বলা হয়েছে, ভারতের নারীরা পুরুষদের তুলনায় কমদামি স্মার্টফোন ব্যবহার করেন।
তারা ফোন দিয়ে কল ও মেসেজের মধ্যেই সীমাবন্ধ থাকেন। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ভারতে শহরের তুলনায় গ্রাম-অঞ্চলের মানুষ অনেকটাই পিছিয়ে আছে। অক্সফাম ইন্ডিয়ার রিপোর্টে উঠে এসেছে, শহরের ১০ জনের মধ্যে ৬ জন ইন্টারনেট ব্যবহার করেন। অন্যদিকে গ্রাম-অঞ্চলের ১০ জনের মধ্যে মাত্র ৪ জন ইন্টারনেট ব্যবহার করেন। অর্থাৎ ভারতের অর্ধেকের বেশি গ্রাম-অঞ্চলের মানুষ এখনও ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত নন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।